নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচের আগে একাদশে থাকা নিয়ে নিজেই সংশয়ে ছিলেন ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ওকস। পরে জায়গা পেলেন একাদশে এবং শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠলেন দলের অসাধারণ জয়ের নায়ক। তবে শুধু এই টেস্ট নয়, ধারাবাহিকতা ও মাঠের ভেতর-বাইরে পারফরম্যান্স, সব মিলিয়েই ওকসকে তার অধিনায়ক জো রুট বলছেন, ‘মি. ডিপেন্ডেবল।’ যদিও আগে বেন স্টোকস’কে ‘মি. ডিপেন্ডেবল’ বলেছিলেন রুট।
পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দুই ইনিংসে ওকস নিয়েছেন ৪ উইকেট। যার সবগুলিই উইকেটই ছিল গুরুত্বপূর্ণ। তবে ব্যাট হাতে আসল কাজটি করেছেন শনিবার ম্যাচের শেষ ইনিংসে। ২৭৭ রান তাড়া করতে গিয়ে যখন উইকেটে গেলেন ওকস, তখন ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে তার দল কাঁপছে। সেখান থেকে পাল্টা আক্রমণে তিনি ও বাটলার বদলে দেন ম্যাচের চিত্র। ১৩৯ রানের জুটি গড়েন দু’জন। ১০১ বলে ৮৫ করে বাটলার আউট হলেও ১২০ বলে ৮৪ রান করে ওকস ফেরেন জয় সঙ্গে নিয়ে।
এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন ওকস আর শেষ টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। তারপরও একাদশে জায়গা নিয়ে সংশয় ছিল। মূলত ইংল্যান্ডের পেস আক্রমণে লড়াইটা তীব্র বলেই তার এই সংশয়। ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘আশা করি, জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স করতে পেরেছি।’ শেষ পর্যন্ত তিনি জায়গা পান। তবে দলে আসা-যাওয়ার মধ্যে থাকেন যারা, প্রতিটি টেস্টই তো তাদের কঠিন পরীক্ষায়। ভালো না করলেই পড়তে হতে পারে কোপে। ওকস নিশ্চিত করলেন, অন্তত আরও একটি টেস্টে তাকে একাদশে রাখতেই হবে।
রুট অবশ্য আগে থেকেই মুগ্ধ তার ওকসের প্রতি। সব ম্যাচে হয়তো তাকে একাদশে জায়গা দিতে পারেন না ইংল্যান্ড অধিনায়ক। তবে জানালেন, ওকসের প্রতি দলের আস্থার জায়গায় কমতি নেই একটুও। রুটের কথায়,‘সে ‘মি. ডিপেন্ডেবল।’ দারুণ ধারাবাহিক সে। মাঠের ভেতরে-বাইরে সে এমন একজন, যার ওপর সবসময় নির্ভর করা যায়, যা করতে বলব, ঠিক তা করে দেবে। বিশেষ করে, গত দুই বছরে সে ক্রমশ উন্নতি করছে এবং আগের চেয়েও বেশি ধারাবাহিক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।