Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদায়ের পথ দেখছিলেন বাটলার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৮:৩২ পিএম

টানা রান খরার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে রান পেয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফের ব্যর্থ। ব্যাট হাতে ধারবাহিকতার অভাবের পাশাপাশি উইকেটের পেছনে হাত ফসকে বেরুচ্ছিল ক্যাচ, হাতছাড়া করছিলেন স্টাম্পিংয়ের সুযোগ। এ অবস্থায় বাটলার সামনে দেখতে পাচ্ছিলেন বিদায়ের পথ। ভীষণ দরকারি সময়ে নেমে ম্যাচ জেতানো ৭৫ রানের ইনিংস খেলার পর জানালেন, নিজেই টের পাচ্ছিলেন কতটা খাদের কিনারে দাঁড়িয়ে তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টারে রান তাড়া করতে দলের বিপর্যয়ে নেমে বাটলার খেলেছেন ১০১ বলে ৭৫ রানের ইনিংস। ২৭৭ রান তাড়া করতে গিয়ে এক পর্যায়ে মাত্র ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে শঙ্কায় পড়েছিল ইংল্যান্ড। সেই অবস্থা থেকে দলকে টেনে তোলেন বাটলার। ক্রিস ওকসের সঙ্গে ১৩৯ রানের জুটিতে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। শেষ পর্যন্ত ওকস-বাটলার জুটির দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচ শেষে বললেন, দলের চাপের সঙ্গে ব্যক্তিগত ক্যারিয়ার বাঁচানোর তুমুল চাপে ছিলেন তিনি। বাটলারের কথায়, ‘আমার মাথায় ঘুরছিল, এবার রান না পেলেও এটা সম্ভবত হতে যাচ্ছে আমার শেষ টেস্ট। তবে খেলার সময় এসব ভাবনা চাপা দিয়েই পরিস্থিতিতে মনোযোগ দিতে হয়। এটা করতে পারায় আমি তৃপ্ত।’

প্রথম ইনিংসে উইকেটের পেছনে পাকিস্তানি ওপেনার শান মাসুদকে দু’বার জীবন দেন বাটলার। ৪৫ রানে জীবন পাওয়া মাসুদ পরে খেলেন ১৫৬ রানের চমৎকার ইনিংস। বাটলারের ভুলে ম্যাচটাই হাতছাড়া করতে বসেছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে রান পেলেও তাই উদ্বেগের জায়গা হয়ে থাকছে তার কিপিং গ্লাভস, ‘হ্যাঁ, সুযোগগুলো নিতে পারলে আরও ঘণ্টা দুয়েক আগেই জিতে যেতাম আমরা। আমি ভালো কিপিং করিনি, অকপটে বলছি। এই পর্যায়ে যা করা যায় না, তেমন সুযোগ হাতছাড়া করেছি। ব্যাট হাতে রান পেলেও এই জায়গায় আমাকে ভাল করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ