Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রস্তুতি ক্যাম্প দুবাইয়ে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৬:৪৫ পিএম

করোনাভাইরাসের সংক্রামণ রুখতে মার্চের মাঝামাঝিতে ‘লকডাউন’ দেয়া হয় বিশ্বের অনেক দেশেই। এ ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও চলে লকডাউন। তবে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে জুন মাসের শুরুতে লকডাউন তুলে নেয়া হয়। এরপর থেকেই নিজেদের স্বাভাবিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দেশ। এরই মাঝে ফুটবলের জনপ্রিয় আসর স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় বিশ্ব ক্রীড়াঙ্গন সরব হওয়ার আভাস দিচ্ছে। লকডাউনের পর অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দল টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাড়ি জমিয়েছে ইংল্যান্ডে। তবে ক্রিকেটে উপমহাদেশের বাকি দুই দেশ বাংলাদেশ ও ভারত এখনো লড়াই করছে প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে। ফলে এখনো ক্রিকেট তথা খেলাধুলা মাঠে ফেরানো সম্ভব হয়নি এ দুই দেশে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকে একক অনুশীলনে ফিরতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতের জন্য নেই কোন সুখবর। বর্তমানে নিজেদের দেশে খেলাধুলা তো দূরে থাক, অনুশীলন শুরু করার কথা ভাবতে পারছে না ভারতীয়রা। যে কারণে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের পরিকল্পনায় রয়েছে দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করার। আগামী ডিসেম্বরে তারা যাবে অস্ট্রেলিয়া সফরে। তার আগে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন হতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে। আইপিএল যদি ভারতের বাইরে হয়, তাহলে প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রয়েছে আরব আমিরাত। অস্ট্রেলিয়া সফর ও আইপিএলের জন্য ক্রিকেটারদের প্রয়োজন যথাযথ প্রস্তুতির। কিন্তু ভারতের মাটিতে তা এখন সম্ভব নয়। তাই ভারত ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প দুবাইয়ে করতে চাইছে বিসিসিআই। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের প্রতিবেদনে বলেছে, যেকোন সিরিজ শুরুর আগে অন্তত ছয় সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প চায় ভারতের টিম ম্যানেজম্যান্ট। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের পর আর ক্রিকেট খেলেনি ভারতের ক্রিকেটাররা। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও ফিটনেস। সেই প্রস্তুতির জন্য দুবাইকেই সম্ভাব্য সেরা ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘মুম্বাইয়ের অবস্থা যদি নাটকীয়ভাবে পরিবর্তিত না হয়, তাহলে এবারের আইপিএল আরব আমিরাতেই হতে পারে। তাই সেখানেই যদি ক্যাম্প করা যায়, সেটাই ভালো হবে। আইপিএল ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ