নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এবার দর্শকদের টিকিটের টাকা ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসের কারণে শেষ না হয়েই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বাকি ছিল। তবে লিগ পর্বের শেষ দিকে কিছু ম্যাচও হয়েছে রুদ্ধদার স্টেডিয়ামে। কিন্তু রুদ্ধদার স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলো ও নক-আউট পর্বের ম্যাচগুলোর টিকিট অগ্রিম কিনেছিল দর্শকরা। সেইসব ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্বান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।গত মার্চে পিএসএল স্থগিত হয়।
কিন্তু অনলাইনে দর্শকরা লিগ ও নক-আউট পর্বের ম্যাচগুলোর টিকিট কিনেছিল। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায়, নক-আউট পর্বের খেলার অনুষ্ঠিত হয়নি। আর লিগ পর্বের শেষদিকে কিছু ম্যাচও মাঠে গিয়ে দেখতে পারেনি দর্শকরা। তাই তাদের টাকা ফেরতে দেওয়ার সিদ্বান্ত নিয়েছে পিসিবি। আগামী সপ্তাহ থেকে দুই ধাপে বিক্রি হওয়া টিকিটগুলোর টাকা ফেরত দেওয়া হবে বলে জানায় পিসিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।