Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো বিশ্বসেরা হতে চায় পাকিস্তান, মহা পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১:০২ পিএম

বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের হাত ধরে ১৯৯২ সালে নিজেদের ক্রিকেটের সেরা সময় পার করেছে পাকিস্তান। তার নেতৃত্বে জিতেছিল অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপ। এর দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। জিতেছে চ্যাম্পিয়নস ট্রফিও। সাফল্যের সব স্বাদ পেয়েছে দলটি।

তবে বর্তমান সময়ে খুবই ভুগছে পাকিস্তান দলটি। তা থেকে বেরিয়ে আসতে নেতৃত্বে বদল এনেছে পিসিবি। এনেছে কোচিং বিভাগেও পরিবর্তন। তাই ফের ক্রিকেটবিশ্বের সেরা হতে চায় পাকিস্তান। যার জন্য পাঁচ বছর মেয়াদি মহা পরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এই পরিকল্পনা জবাবদিহি, স্বচ্ছতা, নৈতিকতা এবং পেশাদারিত্বের চারটি মূল নীতি মাথায় রেখে তৈরি করা হয়েছে। যার শিরোনাম দেওয়া হয়েছে ‘আমাদের জাতিকে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করার পাঁচশালা পরিকল্পনা’।

এ পরিকল্পনায় পাকিস্তানের পুরুষ ও নারী জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর উন্নতি ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে জোর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, প্রতি মাসেই তাদের পরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

পাঁচশালা পরিকল্পনা উন্মোচন করতে গিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আমরা ২০১৯ সালে পাঁচশালা পরিকল্পনা তৈরি করেছি। এত দিন বোর্ড অব গভর্নর অনুমোদনের অপেক্ষায় ছিলাম। আমরা আনন্দিত যে আমরা এই বছরের ফেব্রুয়ারিতে অফিশিয়াল অনুমোদন পেয়েছি। এখন এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মতো সময় এসেছে।’

ক্রিকেট-সংশ্লিষ্ট সবাইকে নিয়েই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় পিসিবি। পিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সরল, রোমাঞ্চকর ও অর্জনযোগ্য একটি পথরেখা সাজানোর, যাতে স্বচ্ছতার সঙ্গে লক্ষ্যে পৌঁছানো যায়। লক্ষ্যটা শুধু পিসিবির কর্মচারীদের জন্যই নয়, এটি সমর্থক ও ক্রিকেট-সংশ্লিষ্ট সবার জন্যই করা।’

২০১৯ থেকে ২০২৩, এই পাঁচ বছরের জন্যই পরিকল্পনা সাজিয়েছে পিসিবি। যে পরিকল্পনায় আছে বিশ্বে পাকিস্তানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো, হাই পারফরম্যান্স ফ্যাসিলিটি বৃদ্ধি করা ও নারী ক্রিকেটে জোর দেওয়া।



 

Show all comments
  • Shamsujjaman ১৬ জুন, ২০২০, ১১:৩৫ পিএম says : 0
    2020 T20TY aamir Riyaj babor Hafizz haris Malik aimad fakhar jarurihe
    Total Reply(0) Reply
  • Morsalim ১৮ জুন, ২০২০, ১২:০৭ এএম says : 0
    Very very good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ