নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
খেলা ছাড়ার পর ম‚লত স্পিন বোলিং কোচ বা পরামর্শক হিসেবেই ক্রিকেটে ছিলেন সাকলায়েন মুশতাক। সাবেক অফ স্পিনার এবার পেলেন আরও বড় পরিসরের দায়িত্ব। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটারদের উন্নতির দেখভাল করবেন তিনি। ৪৩ বছর বয়সী স্পিন কিংবদন্তিকে ‘হেড অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্ট’ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
স্পিন বোলিং কোচ হিসেবে ক্রিকেটে বিশ্বে এখন যথেষ্টই পরিচিত ও অভিজ্ঞ সাকলায়েন। কোচিং করিয়েছেন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে। স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নিজ দেশ পাকিস্তানে। এবার নতুন চ্যালেঞ্জ পেয়ে উচ্ছ¡সিত সর্বকালের অন্যতম সেরা এই অফ স্পিনার, ‘রোমাঞ্চকর সব তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করতে পারা ও তাদের ক্যারিয়ার গড়ে তোলায় সাহায্য করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। আগেও আমি বিভিন্ন ঘরানার ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি এবং তাদের উন্নতিতে সহায়তা করতে পেরেছি। আমি আত্মবিশ্বাসী যে আমার অভিজ্ঞতা ও ক্রিকেট বোধকে নতুন এই দায়িত্বে কাজে লাগাতে পারব এবং পিসিবিকে নতুন উচ্চতায় তুলে নিতে সাহায্য করতে পারব।’
সাকলায়েনের পাশাপাশি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। সাবেক কিউই অফ স্পিনার এখন পিসিবির ‘হাই পারফরম্যান্স কোচিং’-এর প্রধান। পাকিস্তানের দায়িত্ব নেওয়ার আগে স্কটল্যান্ড জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন ব্র্যাডবার্ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।