Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ২:১৪ পিএম

ঘরে-বাইরে কোথাও খেলা হচ্ছে না। করোনাভাইরাসের কারণে সব বন্ধ।ঘরের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের। করোনার ধাক্কায় সিরিজ স্থগিত করে তারা। এবার একই কারণে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ স্থগিত করল ক্রিকেট আয়ারল্যান্ড।

আগামী ১৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। এরপর ১২ ও ১৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে ডাবলিনে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দুটি সিরিজ স্থগিত করে ক্রিকেট আয়ারল্যান্ড। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই মাঠে ক্রিকেট ফেরাতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।

এছাড়া ইংল্যান্ডে তিনটি ওয়ানডে খেলতে যাওয়ার কথাও রয়েছে আয়ারল্যান্ডের। সেপ্টেম্বরে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা। এখন পর্যন্ত সফরটি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আয়ারল্যান্ড ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ