Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার ক্যারিবিয়ায় করোনার হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রæত মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। ভাইরাসটির কারণে ভারতের পর সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেশটির ক্রিকেট বোর্ডের মিডিয়া এডভাইজারি কমিটির (এমএসি) পরামর্শে আজ থেকে অন্তত ৩০ দিনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

দেশটিতে ক্রিকেট বন্ধের সিদ্ধান্তে স্থগিত হওয়া টুর্নামেন্ট ও ম্যাচগুলো হলো-ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ড, নারী সুপার ৫০ ওভার কাপ, আঞ্চলিক অন‚র্ধ্ব-১৫ বালক চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক অন‚র্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। একইসঙ্গে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুটি গুরুত্বপ‚র্ণ সভা। এ ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান মেডিকেল অফিসার ডাক্তার ইসরায়েল দৌলত জানিয়েছেন, ‘খেলোয়াড়, অফিসিয়ালস এবং স্টাফদের স্বাস্থ্য এবং নিরাপত্তা ক্রিকেট বোর্ডের কাছে সবকিছুর উর্ধ্বে। আমরা বোর্ড পরিচালকদের পরামর্শ দিয়েছি, তারা যেনো ক্রমবর্ধমান করোনাভাইরাসের বিস্তার রোধে দ্রæত পদক্ষেপ নেয়।’

মিডিয়া এডভাইজারি কমিটির চেয়ারম্যান ডাক্তার ডোনোভান বেনেট বলেছেন, ‘আমরা চিকিৎসাগতভাবে সেরাটা দিয়েই চিন্তা করছি। একইসঙ্গে পরিস্থিতি মোতাবেক সচেতনতাও মাথায় রাখতে হচ্ছে। দর্শক, ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের ছোট্ট সমাগমও ঝুঁকিপ‚র্ণ হবে। এখনও মহামারীটা শক্তি সঞ্চার করে যাচ্ছে। আমরা পুরো ক্যারিবিয়ান জুড়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাব।’

এর আগে করোনা আতঙ্কে ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ