Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ: ৫ পরিবর্তন টাইগার একাদশে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১:৩৯ পিএম

অনেক কিছুই শোনা যাচ্ছিল। অবশেষে অপেক্ষার অবসান। ঠিক সাত মাস আগে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে ম্যাচে খেলা চার ক্রিকেটার যে এবারের সিরিজের স্কোয়াডেই নেই। ফলে তাদের চারজনের বদলে আসবেন অন্য চারজন, তা অবধারিতই ছিলো।

সঙ্গে যোগ হলো সে ম্যাচের পেসার শফিউল ইসলামের বাদ পড়া। সবমিলিয়ে সাত মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে পাঁচটি পরিবর্তন বাংলাদেশের একাদশে। দলের নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগের দিন ইনজুরিতে পড়ায় সে সিরিজে ছিলেন না মাশরাফি, আগের দুই ম্যাচ খেলেও শেষ ম্যাচে জায়গা হারিয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ছিলেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

ঘরের মাঠের সিরিজে ফিরেছেন এ তিনজনই। মূলত এ তিন পেসারই আজ (রোববার) সিরিজের প্রথম ম্যাচে থাকছেন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে। এছাড়া ব্যাটিং লাইনআপে সবশেষ ম্যাচের ওপেনার এনামুল হক বিজয়ের জায়গায় লিটন দাস এবং তিন নম্বরে খেলা সৌম্য সরকারের বদলে এসেছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত।

একইভাবে পরিবর্তনের ছড়াছড়ি জিম্বাবুয়ে একাদশেও। গত বছরের জুলাইয়ে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচের একাদশে সাতটি পরিবর্তন এনেছে তারা। অভিষেক হয়েছে স্পিনিং অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরের। একাদশে নেই দুই নির্ভরযোগ্য খেলোয়াড় শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), তিনাশি কামুনহুকামুই, ব্রেন্ডন টেলর, রিচমন্ড মুতুম্বামি, রেগিস চাকাভা, ওয়েসলে মাধেভের, ক্রিস্টোফার পফু, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, চার্ল মুম্বা এবং সিকান্দার রাজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ