Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ২:১৬ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টসে হেরে ফিল্ডিংয়ে নিয়েছে সালমা বাহিনী। ক্যানবেরার মানুকা ওভালে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।

প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে সেই ভারতের কাছেই হারে ১৭ রানে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফেরে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালে সবশেষ কোনো ম্যাচ জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়া রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের বিপক্ষে জয়ের আশা টাইগ্রেস পেসার জাহানারা আলমের। তিনি বলেন, ‘মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জয় সম্ভব।’ তবে অস্ট্রেলিয়াও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ