Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৩ পিএম

চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের সঙ্গে তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজ নিজেদের মাঠে আয়োজন করলেও টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডে করতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনটাই জানিয়েছে আইরিশ দৈনিক বেলফাস্ট টেলিগ্রাফ।

১৪ মে বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে ১৬ ও ১৯ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১১ মে নর্থ ডাউন ক্লাব মাঠে হবে ম্যাচটি।
ওয়ানডে সিরিজের পর ডাবলিনের ক্লানটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের কথা থাকলেও সংস্কার কাজ চলায় সেটি ব্যবহার করতে পারছেনা সিআই। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরপরই আয়ারল্যান্ড সফরে আসবে নিউজিল্যান্ড।

সফরে স্বগতিকদের সঙ্গে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে কিউইরা। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে আইরিশরা।

স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডে আয়োজন করতে চায় সিআই। সে পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে ইংল্যান্ড সফরে ভেন্যু পরিদর্শনে এসেছিলেন ক্রিকেট আয়ারল্যান্ডের বোর্ড পরিচালক রিচার্ড হোল্ডসঅরথ। ইংল্যান্ডের দুটি ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজন করতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড। তবে ভেন্যু এখনো চূড়ান্ত করেনি তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ