নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শততম টেস্টটা কীভাবে জিততে হয়, এর উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলো ওয়েলিংটন টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা সাত ম্যাচ জিতে নিজেদের অবস্থানটা ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল ভারত। সেই দলটিকেই নিউজিল্যান্ড ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মাটিতে নামিয়েছে! আর টানা তিন ম্যাচ হারের পর জয়ের হাসি হাসলো নিউজিল্যান্ড। এই সিরিজ জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
গতকাল ভারত চতুর্থ দিন শুরু করে ৩৯ রানে পিছিয়ে থেকে। ৬ উইকেট হাতে থাকার পরেও পুরনো বলে বোল্ট-সাউদির দুর্দান্ত সুইংয়ে কাবু হয়েছেন সফরকারী ব্যাটসম্যানরা। দিনের শুরুতে প্রথমে বোল্টের বলে বিদায় নেন রাহানে (২৯)। পরের ওভারে সাউদির বলে বোল্ড হনুমা বিহারি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে কিছু রান করেন ঋষভ পান্ত। তবে ২৫ রানের বেশি নয়। ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। তাতে ৯ রানের লক্ষ্য পায় কিউইরা।
৬১ রানে ৫ উইকেট নিয়েছেন সাউদি, ৩৯ রানে ৪টি বোল্টের। জবাবে কিউরা খেলতে নেমে ১.৪ ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা টিম সাউদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।