Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষ ভারত, তবুও নির্ভার

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নারী টি-২০ বিশ্বকাপ

মেয়েদের বিশ্বকাপে দারুণ স‚চনা হয়েছে ভারতের, উদ্বোধনী ম্যাচে হারিয়ে দিয়েছে স্বাগতিক ও গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আজ সেই ভারতই বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন অবশ্য চিন্তিত নন।

২০১৮ সালে এই ভারতকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল সালমারা। টুর্নামেন্টে গ্রæপ ও ফাইনালে প্রতিবেশি দলটিকে হারায় বাংলাদেশ। সালমা বলেন, ‘আমরা এই গ্রæপে বিশ্বের বড় বড় দল পেয়েছি। কিন্তু যখন এ ধরনের টুর্নামেন্ট খেলতে হয়, তখন চিন্তা করার উপায় নেই কারা ভালো এবং দুর্বল দল। আমরা অনেক প্রতিক‚লতার মাঝেও নিজেদের উপর আস্থা রেখে এশিয়া কাপ জিতেছি। আমরা বিশ্বকাপেও একই মানসিকতা নিয়ে খেলতে নামবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ১৭ রানের জয়ে বড় অবদান পুনম যাদবের। লেগব্রেক গুগলি বোলিংয়ে ১৯ রানে পুনমের শিকার ৪ উইকেট। গতকাল সংবাদ সম্মেলনে সালমা অবশ্য ভারতের ‘বিশেষ’ কোনও খেলোয়াড়ের কথা বলতে চাইলেন না, ‘ভারতের কোনও খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা দেখেছি। ভালো ম্যাচ হয়েছে। তবে আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’
ব্রিসবেনে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পের সুফল পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ আগে এসেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের সবাই ভালো ছন্দে আছে। আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। এখন আসল লড়াইয়ে ভালো করতে উন্মুখ।’

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে উজ্জীবিত সালমা, ‘পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেদিন আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ¡সিত।’ বিশ্বকাপে ভালো করতে দলের প্রত্যেকের দিকে তিনি তাকিয়ে, ‘আমি প্রত্যেককে দলের সেরা খেলোয়াড় মনে করি। সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ