Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৬ এএম

স্বাগতিকদের বিধ্বংসী বোলিংয়ে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারত। আগের দিনই ভারতের বিপর্যয় শুরু হয়েছিল। আজ টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের টেস্টের চিত্রটা পাল্টালো না৷ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যাকফুটে ভারত৷ ওয়েলিংটনে কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে গুটিয়ে গেল ভারত৷

শুক্রবার প্রথম দিন ৫ উইকেট হারিয়ে বিরাট অ্যান্ড কোং তুলেছিল ১২২ রান৷ কিন্তু শনিবার সকালে ভারতীয় ইনিংসকে ছেঁটে ফেলেন কিউই বোলাররা৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন ৪৩ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ ৬৯ ওভারের প্রথম বলেই ১৬৫ রানে অল-আউট হয়ে যায় ভারত৷ আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্ত কেউই ভারতীয় ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি৷

বেসিন রিজার্ভের বাউন্সি পিচে ভারতীয় ইনিংসে দু’শোর আগেই ছেঁটে ফেলেন টিম সাউদি ও কাইল জেমিসন৷ দু’জনেই চারটি উইকেট উইকেট তুলে নেন৷আগের দিন ৩৮ রানে অপরাজিত থাকা রাহানে এদিন হাফ-সেঞ্চুরিও পূর্ণ করতে পারেননি৷ ব্যক্তগিত ৪৬ রানে সাউদির শিকার হন টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন৷

আর এই অবস্থায় রান-আউট হন পন্ত৷ ব্যক্তিগত ১৯ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান৷ দেশের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে বসিয়ে পন্তকে খেলানো সিদ্ধান্ত নেন টিম ম্যানেজমেন্ট৷ কিন্তু ব্যাটিংয়ে দাগ কাটতে ব্যর্থ দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ শেষ দিকে মহম্মদ শামি ঝোড়ো ২১ রান যোগ না-করলে দেড় শ' রানের গণ্ডি টপকাতে পারত না ভারত৷

শুক্রবার টেস্টের প্রথম দিন থাবা বসিয়ে ছিল বৃষ্টি৷ সারা দিনে খেলা হয়েছিল মাত্র ৫৫ ওভার৷ বৃষ্টির জন্য দিনের তৃতীয় সেশনে একটি বলও হয়নি৷ বেসিন রিজার্ভের বাউন্সি পিচ ও মেঘাচ্ছন্ন পরিবেশে কিউয়ি পেসারদের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিল ভারতীয় ইনিংস৷ ১০১ রানেই পাঁচ উইকেট খুঁইয়ে ছিল ভারত৷ সেখান থেকে রাহানে একা লড়াই করে ইনিংসের হাল ধরার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি৷ শনিবার সকালে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ