Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই ভারতকে হারানোয় বেড়েছে আনন্দের মাত্রা -সিবিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

কথা দিয়েছিলেন সেমিফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকায় যুবদলের সঙ্গী হবেন নাজমুল হাসান পাপন। তবে জরূরী কাজে ব্যস্ত থাকায় সে কথা রাখতে পারেন নি। তবে বিসিবি সভাপতিকে দেয়া কথা ঠিকই রেখেছে যুবারা। শুধু সেমিফাইনালেই নয়, ভারতজুজু কাটিয়ে চারবারের শিরোপাধারীদের হারিয়েই বিশ্বসেরার মুকুট মাথায় তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতপরশু দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসের মাত্রা ছাপিয়ে গেছে প্রতিপক্ষ ভারত বলেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ। ভারতের সঙ্গে বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প অনেক। কাছে গিয়েও শক্তিশালী প্রতিপক্ষকে ভারতকে হারাতে না পারার আক্ষেপ বাড়ছিল দিনে দিনে। এবার যুব বিশ্বকাপে সেই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি আনন্দ পাচ্ছেন বিসিবি প্রধান। প্রতিক্রিয়ায় উচ্ছ¡সিত বোর্ড প্রধান জানান, যুবাদের এই অর্জন তাদের নেওয়া সুপরিকল্পনার ফল, ‘ধাপে ধাপে পরিকল্পনা করে এগোনোর একটা ফল এই অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন। এটা যেকোনো ধাপেই হোক, এর গৌরবই আলাদা। সবচেয়ে বড় কথা, ভারতের মতো দলকে হারিয়ে আমরা জিতেছি। ওদের সঙ্গে আমরা বিভিন্ন পর্যায়ে শুধু হারছিলামই। কাজেই সবচেয়ে ভালো লেগেছে, আমরা এবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’

তবে এই সাফল্য যে এমনি এমনি চলে আসেনি, সেকথাও জানান তিনি। গত দুই বছরে যুবাদের বিশ্বকাপের জন্য তৈরি করতে দেশে-বিদেশে ৩০টিরও বেশি ম্যাচ আয়োজন করে বিসিবি। যার ফল এই বিশ্বকাপ ট্রফি, ‘রাতারাতি কিছু আসেনি। গত ১৮ মাস থেকে সুপরিকল্পনা... অনেকগুলো ম্যাচ আয়োজন করার ফল পেয়েছি আমরা। বাংলাদেশের এই দলকে কিন্তু সবাই গোনায় ধরেছে। সেমিফাইনাল খেলবে সবারই ধারণা ছিল। বিদেশের মাঠে আমরা ভালো খেলি না... এই ছেলেরা এটাও ভুল প্রমাণ করেছে।’ পুরো টুর্নামেন্টে অপরাজেয় থাকা বাংলাদেশের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। ফাইনালেও ফিল্ডিংয়ের ক্ষিপ্রতায় ভারতকে আটকে দেয় আকবর আলির দল। বোর্ড প্রধানেরও আলাদা নজর কেড়েছে দলের শরীরী ভাষা, ‘ফিটনেস আর ফিল্ডিং নিয়ে আমাদের সমস্যা ছিল। এই দলটির ফিল্ডিং ছিল রীতিমতো দুর্ধর্ষ।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ