Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহমুদউল্লাহর প্রস্তুতিও শতকে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মিরপুরে পূর্বাঞ্চলের হয়ে তামিম ইকবাল করেছেন ট্রিপল সেঞ্চুরি। বিসিএলে গতকাল দুই মাঠে বাংলাদেশের দুই ব্যাটসম্যান ক্যারিয়ারের পথচলায় পেরিয়েছেন উল্লেখযোগ্য দুটি মাইলফলক। প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম সাত হাজার রান প‚র্ণ করেছেন, দক্ষিণাঞ্চলের ওপেনার শাহরিয়ার নাফিস আট হাজার। এছাড়া দক্ষিণাঞ্চলের শামসুর রহমান ও জাতীয় দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ছুঁয়েছেন তিন অঙ্কের কোটা। ফলে দারুণ জমে উঠেছে ম্যাচটি। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচে ফজলে মাহমুদ ছাড়া আগের দুটি ইনিংসে সুবিধা করে উঠতে পারেননি কোনো ব্যাটসম্যানই। তবে গতকালম্যাচের তৃতীয় দিনে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে জমে উঠেছে ম্যাচটি।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ১ উইকেটে ৪১ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের বোলারদের হতাশা বাড়িয়ে ২১১ রানের দারুণ এক জুটি উপহার দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাফিস ও শামসুর। এরপর নাফিস বিদায় নিলে শামসুরের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ। গড়েন ১২১ রানের জুটি।

এরপর শামসুর বিদায় নিলে আগের দিন আঘাত পেয়ে অবসর নেওয়া এনামুল হক বিজয় ফের মাঠে নামেন। জুটি বাঁধেন মাহমুদউল্লাহর সঙ্গে। ১৫৫ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তারা। মাহমুদউল্লাহ তিন অঙ্কের কোটা স্পর্শ করলেই দলীয় ৩৯৮ রানে ৪৫৩ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

নাফীস ও শামসুর ধৈর্যশীল ইনিংস খেললেও মাহমুদউল্লাহ ব্যাট করেছেন টি-টোয়েন্টি স্টাইলে। মাত্র ৭০ বলে শতরান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ৮টি চার ও ৫টি ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস। ২৫১ বলে ১২টি চারের সাহায্যে ১১১ রানের ইনিংস খেলেন নাফিস। আর ২২২ বল ১১টি চারের সাহায্যে শামসুর করেন ১০৯ রান।

তবে এদিন অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন নাফিস। প্রথম শ্রেণীর ম্যাচে বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ঢুকেছেন আট হাজারী ক্লাবে। ১২২ ম্যাচে ২১৭ ইনিংস ব্যাট করে আট হাজারের কোটা পার করেন তিনি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে এটা নাফীসের ১৫তম সেঞ্চুরি। ৪৫৪ রানের লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে উত্তরাঞ্চল। মিজানুর রহমান ১৫ ও রনি তালুকদার ৭ রানে ব্যাট করছেন।


সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল, মিরপুর
দক্ষিণাঞ্চল : ২৬২ ও ২য় ইনিংস : (আগের দিন ৪০/১) (নাফিস ১১১, বিজয় ৬৪, শামসুর ১০৯, মাহমুদউল্লাহ ১০০*; ইবাদত ০/৭০, তাসকিন ১/৬৮, আরিফুল ২/৫১, সানজামুল ০/৮৪, তানবীর ০/১৮, নাঈম ০/৫)। উত্তরাঞ্চল : ২০৭ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৪৫৪) ৬ ওভারে ২২/০ (মিজানুর ১৫*, রনি ৭*; শফিউল ০/১৬, আল-আমিন ০/০, রাজ্জাক ০/৬)।

মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম
মধ্যাঞ্চল : ২১৩ ও ২য় ইনিংস : ৪০ ওভারে ১১৫/৩ (সাইফ ৩৩, সৌম্য ৪, শান্ত ৫৪, রকিবুল ১৬*, শহিদুল ৭*; আবু জায়েদ ১/১৩, হাসান ০/২০, তাইজুল ০/২৫, রুবেল ০/২০, নাঈম ২/৩৬)। প‚র্বাঞ্চল ১ম ইনিংস : ১৩৯.৫ ওভারে ৫৫৫/২ (ডিক্লে.) (আগের দিন ৩৯৫/২) (পিনাক ২৬, তামিম ৩৩৪*, মুমিনুল ১১১, ইয়াসির ৬২*; মুস্তাফিজ ০/১০৬, শহিদুল ০/১১৯, শুভাগত ১/১৬২, মুকিদুল ১/৭১, সোহরাওয়ার্দী ০/৫৬, সাইফ ০/২৪)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ