নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ফের বাবা হলেন। সোশ্যাল মিডিয়া টুইটারে ভক্ত-অনুরাগীদের এ খবর দিয়েছেন তিনি। গেল মঙ্গলবার মেয়ে সন্তানের জন্ম দেন সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত। তাদের সংসারে এটি দ্বিতীয় সন্তান। এ দম্পতির ঘরে আবদুল্লাহ নামে এক ছেলেসন্তান রয়েছে।
খেলার সাথী পেয়ে উচ্ছ্বসিত আবদুল্লাহ। জন্মের পরই বোনকে কোলে তুলে নেয় সে। এ ছবিই টুইটারে পোস্ট করেছেন সরফরাজ।
ক্যাপশনে তিনি লেখেন– আমার মেয়ে হয়েছে! আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।
ইতিমধ্যে পাকিস্তানি অনেক ক্রিকেটার উইকেটকিপার-ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সদ্যজাত মেয়েকে আশীর্বাদ করেছেন। সর্বোপরি পুরো পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন।
সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। তার অধিনায়কত্বেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে ওঠে পাকিস্তান।
তবে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে না পারায় বরখাস্ত হন তিনি। এর পর থেকে জাতীয় দলের বাইরে আছেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার।
তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।