Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের শ্লীলতাহানির পর এবার মাকে খুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নাবালিকা মেয়ের যারা শ্লীলতাহানি করেছিল, তাদের হাতেই প্রাণ গেল ভারতের উত্তর প্রদেশের কানপুরের ৪০ বছর বয়সী এক নারীর। অভিযুক্তরা জেল থেকে জামিনে ছাড়া পেয়ে, নিগৃহীতার মাকে বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্রে কোপানোও হয়। আশঙ্কাজনক অবস্থায় কানপুরের এলএলআর হাসপাতালে ভর্তি করা হলে, শুক্রবার সেখানেই মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ স‚ত্রে জানা যায়, ২০১৮ সালে নিহত নারীর ১৩ বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত চার জন জামিনে ছাড়া পেয়ে, ৯ জানুয়ারি রাতে ওই মহিলার বাড়িতে সশস্ত্র অবস্থায় হানা দেয়। মহিলাকে ধারালো অস্ত্রে এলোপাথাড়ি আঘাত করা হয়। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন ওই মহিলার বোনও। যিনি আবার বিজেপির স্থানীয় নেত্রী। এর আগে ওই নারীকে মামলা তুলে নিতে চাপ দেয় অভিযুক্তরা । তবে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাকিদেরও আটকের চেষ্টা চালাচ্ছে তারা। এই বিষয়ে কানপুর পুলিশ প্রধান অনন্ত দেও বলেন, আমার মনে হয়না এখানে পুলিশের কোন অবহেলা ছিল তবে যদি কোন অভিযোগ আসে সেটি আমরা খতিয়ে দেখবো। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ