Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খিলক্ষেতে গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১১:১৭ এএম

রাজধানীর খিলক্ষেতে সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য গৃহবধূর স্বামী মোহাম্মদ হাসানকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

খিলক্ষেত থানার এসআই আসাদুজ্জামান জানান, দুন্নি পাতিরা পশ্চিমপাড়া এলাকার তোতা মিয়ার টিনশেড বাড়ির একটি ঘরে খাটের ওপর মৃত অবস্থায় সালমা পড়েছিলো। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী হাসান পলাতক।

সালমার স্বজনের উদ্ধৃতি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাত ১০টার দিকে হাসান ফোন করে সালমার বড় বোনকে জানায়, সালমা ঘরে ঘুমিয়ে আছে, উঠছে না। এরপর সে ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

সালমার বোন তখন ছুটে এসে বোনকে মৃত দেখে থানায় খবর দেন। হাসান তার শ্বশুরের সঙ্গে সবজির ব্যবসা করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ