Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টিনেজ সেনসেশন’ নাসিম শাহেকে টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ পিএম

কৈশোরের আভা এখনও শরীর থেকে হারিয়ে যায়নি। তার বয়স মাত্র ১৬ বছর ২৭৯ দিন। এখনও স্কুলের গণ্ডিই পার হতে পারেননি নাসিম শাহ। তার আগেই টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে গেলো পাকিস্তানি এই বিস্ময় বালকের। এই এতটুকুন বয়সেই অস্ট্রেলিয়ার মত দেশের বিপক্ষে অভিষিক্ত হল পাকিস্তানের এই নতুন পেস সেনসেশন।

আজ সকালেই (বাংলাদেশ সময় ভোর ৬টায়) ব্রিসবেনের গ্যাবায় শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ শুরুর আগেই জানা হয়ে গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে অভিষেক হবে নাসিম শাহের।

ম্যাচ শুরুর আগে নাসিম শাহের মাথায় অভিষেকের টুপি পরিয়ে দেন পাকিস্তানের কিংবদন্তি পেসার এবং বর্তমানে বোলিং কোচ ওয়াকার ইউনুস। জাতীয় দলের টুপি মাথায় দিয়ে আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি সপ্তাহ খানেক আগে মা হারানো ছেলেটি। দু’চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে তার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ