Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মণের ধারণা ভারতের জন্য কঠিন সিরিজ এটা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৯:১৮ পিএম | আপডেট : ৯:১৯ পিএম, ৩১ অক্টোবর, ২০১৯

নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদের ধর্মঘট, সেখান থেকে তাদের ফিরে এসে জাতীয় দলের অনুশীলনে যোগদান। অত:পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। তারকা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে মাহমুদুল্লাহ-মুশফিকদের ঢাকা ত্যাগ। সবকিছু মিলিয়ে চলতি মাসের শেষটা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য ঘটন-অঘটনের একটি মাস। যে মাসটির কথা লাল-সবুজের কোটি ক্রিকেটভক্ত মনে রাখবে অনেক, অনেক দিন। এরই মাঝে সাকিব-তামিমকে ছাড়া ভারতের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতেই মোকাবেলা করছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের ভারত মিশন শুরু হচ্ছে ৩ নভেম্বর থেকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিল্লিতে। পরের দু’টি ৭ এবং ১০ নভেম্বর রাজকোট ও নাগপুরে। তিন ম্যাচের এই সিরিজে ফেভারিট কারা? এমন প্রশ্নে যে কেউ মূহূর্তেই উত্তর দেবেন ভারত। তাদের ঘরের মাঠে খেলা। শক্তিতেও তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে এবার বাংলাদেশ অনেকটাই খর্ব শক্তির দল নিয়ে গেছে ভারতে। তাই বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের সন্দেহ ভারতীয়দের বিপক্ষে আদৌ টাইগাররা লড়তে পারবে কি না। বাংলাদেশীদের সন্দেহ যেখানে তাদের দল নিয়ে সেখানে কিন্তু ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ মনে করেন, অবশ্যই ভারতের বিপক্ষে লড়াই করতে পারবে বাংলাদেশ। তার ধারণা এই সিরিজে বাংলাদেশ জয়ের মুখও দেখতে পারে। তবে সিরিজটা ভারতই জিতে নেবে।

বাংলাদেশ দলকে শক্তিশালীই বলছেন লক্ষ্মণ। তার কথায়,‘এটা স্বাগতিক দলের জন্য কঠিন এক সিরিজ হবে। কারণ বাংলাদেশ শক্তিশালী এক দল নিয়ে এসেছে। তবে আমি মনে করি, এই সিরিজটা ভারত ২-১ ব্যবধানে জিতবে।’

লক্ষ্মণ আরো বলেন,‘এই মুহূর্তে রোহিত শর্মা আর লোকেশ রাহুল দারুণ ফর্মে আছে, তার সঙ্গে ধাওয়ানকেও ছন্দে মনে হচ্ছে। সিরিজ জেতার ক্ষেত্রে আমি ভারতের ব্যাটিং শক্তিকেই এগিয়ে রাখব।’

এর আগে ভারতের মাটিতে স্বাগতিক দলকে কখনও তাদের হারাতে পারেনি বাংলাদেশ। এই সিরিজে সেটা হতে পারে বলে মনে করছেন লক্ষ্মণ। বাংলাদেশের ব্যাটিং গভীরতার প্রশংসা করে তিনি বলেন, ‘এটা ভারতকে তাদের ঘরের মাঠে হারানোর সেরা সুযোগ বাংলাদেশের। কারণ তাদের ব্যাটিং লাইন আপে গভীরতা আছে।’

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ। যেখানে টানা দুই মৌসুম খেলেছেন বাংলাদেশের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই এই পেসারের সম্পর্কে ভালোই ধারণা আছে লক্ষ্মণের। তিনি বলেন,‘বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে আসল চাপটা থাকবে মুস্তাফিজুরের ওপর। কারণ দলের স্পিন আক্রমণের চেয়ে পেস বোলিংকে অনভিজ্ঞই মনে হচ্ছে। নতুন বলে শুরুতেই উইকেট নেয়ার আসল কাজটা করতে হবে ফিজ’কেই। যেহেতু বিরাট কোহলি নেই, তাই ভারতের মিডল অর্ডারকে কিছুটা অনভিজ্ঞই মনে হচ্ছে আমার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ