Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবের বললেন পাপন সত্যবাদী নন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ৩:১১ পিএম

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র দিকে আঙুল তুলেছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। মঙ্গলবার সন্ধ্যার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জুয়াড়ির তথ্য গোপন করার অপরাধে সাকিব’কে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরব হন সাবের। সাকিব নিষিদ্ধ-এই সংবাদ প্রচারের পর বিসিবি’র সাবেক সভাপতি নিজের টুইটারে বেশ কয়েকটি টুইট করেন। যেখানে তিনি পাপনের দিকে আঙুল তুলে তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন।

ক্রিকেটারদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে সাকিব-মুশফিকরা গত ২১ অক্টোবর ধর্মঘটের ডাক দিলে পরের দিন সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি পাপন। এই সম্মেলনেই তিনি মিডিয়াকে বলেন,‘ম্যাচ ফিক্সিংয়ের খবর আসছে’। তার এই উক্তির ভিডিও শেয়ার করে সাবের হোসেন চৌধুরী ‘মিথ্যাবাদী’ বলেছেন বিসিবির বর্তমান সভাপতিকে। সাবের নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে কয়েকটি টুইট করেছেন। যার একটিতে ভিডিও শেয়ার করে তিনি লিখেন, ‘আমার মনে হয় বিসিবি সবকিছুই জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোনো ধারণাই ছিল না, কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটা বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের যে ভিডিও ক্লিপটা, তাতে মনে হচ্ছিল পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী আরেক টুইটে লিখেছেন,‘ভন্ডামি, সর্বোৎকৃষ্ট/নিকৃষ্টের দ্বৈত চরিত্র। বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগই দেখিয়েছে। কিন্তু সংস্থাগত ম্যাচফিক্সিং দুর্নীতির মূলোৎপাটন না করে, ঘরোয়া ক্রিকেটে সেটাকে আরও উৎসাহিত করছে বিসিবি। লজ্জাজনক।’

সাকিবের পাশে দাঁড়াবে বিসিবি, এমন আশ্বাসও বিশ্বাস করার মতো নয় মনে করছেন সাবের। অন্য এক টুইটে তিনি লিখেন, ‘কেউ যখন অপরাধ করে, সুবিচার প্রাপ্য। বিসিবি কমপক্ষে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারতো। দুঃখ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় সাকিবের পাশে দাঁড়ায়নি। এখন অযথা মায়াকান্না দেখাচ্ছে।’

 



 

Show all comments
  • MOHAMMAD JAHANGIR ALAM ৩০ অক্টোবর, ২০১৯, ৫:৫৭ পিএম says : 0
    i think you are absolutely right
    Total Reply(0) Reply
  • Mohammed Hossain ৩০ অক্টোবর, ২০১৯, ৭:২০ পিএম says : 0
    Right
    Total Reply(0) Reply
  • Md. Mahfujur rahman ৩১ অক্টোবর, ২০১৯, ৬:৩৭ এএম says : 0
    Right
    Total Reply(0) Reply
  • Md. Mahfujur rahman ৩১ অক্টোবর, ২০১৯, ৬:৩৭ এএম says : 0
    Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ