Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাটকে জাতীয় দলে ফেরাতে চান মিসবাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:৫২ পিএম

স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়ে পাকিস্তানের 'নিষিদ্ধ' ক্রিকেটার সালমান বাটের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ছে। তাকে জাতীয় দলে ফেরার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান নির্বাচক এবং কোচ মিসবাহ উল হক।

স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার কারণে যে নিষেধাজ্ঞা ছিল বাটের ক্রিকেট ক্যারিরিয়ারে তা উঠে গেছে ২০১৬ সালেই। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন বাট। তারই সুবাদে জাতীয় দলের দরজা আবারও খুলতে পারে তার জন্য।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে মিসবাহ জানান, ‘শান মাসুদ, ইমাম–উল–হক, আবিদ আলিসহ যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন এবং সেই সঙ্গে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তাদের সবাইকে বিবেচনায় আনা হবে। সালমান বাটের নামও বিবেচনা করা হচ্ছে। তরুণদের মধ্যে যারা আছেন তারা ক্লিক না করলে সালমান বাট আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারেন।’‌ ‌



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ