Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজকে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে বিসিবি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ৯:০৮ পিএম

অবশেষে বাংলাদেশ ক্রিকেটের আকাশ থেকে কালো মেঘ কেটে গেছে। ধর্মঘটে যাওয়া জাতীয় দলের ক্রিকেটাররা ফিরছেন মাঠে। গত সোমবার দুপুরে সাকিবদের ডাকা ধর্মঘটের সমাধান মিলেছে বুধবার রাতে। এদিন মিরপুরস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর তাদের সব দাবি মেনে নিলে সাকিব-মুশফিকরা ধর্মঘট থেকে সরে দাঁড়ান। আশ্বাস দেন মাঠে ফেরার। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান তখন সেখানে উপস্থিত ছিলেন সদ্য আন্দোলনরত ক্রিকেটাররাও। সাংবাদিকদেন সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ক্রিকেটারদের দলীয় দাবির পাশাপাশি অনেক ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তিনি চেষ্টা করেছেন সেসবের সমাধানও দেয়ার। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত। চলতি বছর মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে চেয়ে বিসিবি’র অনুমতি পায়নি। যে কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মুস্তাফিজকে। আর এই ক্ষতি পুষিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে বিসিবি। তারা এই বাঁহাতি পেসারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নেয়। তথ্যটি বৃহস্পতিবার নিশ্চিত করে বিসিবির দায়িত্বশীল একটি সুত্র।

২০১৬ সাল থেকে মুস্তফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা তিন মৌসুমে খেলেছিলেন। দুইবার সানরাইজার্স হায়দরবাদের হয়ে খেললেও শেষবার তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে। চলতি বছরও আইপিএলের শেষ আসরে তার চাহিদা ছিল। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে কার্টার মাস্টারকে এ বছর আইপিএলে খেলার অনুমতি দেয়নি বিসিবি। একই সঙ্গে পিএএলেও খেলার অনুমতি পাননি মুস্তাফিজ। অথচ পিএসএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা ছিলনা। পিএসএলে খেলার অনুমিত না দেয়ায় মুস্তাফিজ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন- সে ব্যপারে বিসিবি কী করণীয়? তখন এই প্রশ্নটি উঠলেও বিসিবি কিছু জানায়নি। তবে দেরিতে হলেও তারা মুস্তাফিজকে আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ