Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের অপেক্ষার অবসান, আজ ঘরের মাঠে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫১ এএম

১০ বছর পর দেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে নামছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ সেই শ্রীলংকা। বাংলাদেশ সময় এদিন বিকাল ৪টায় শুরু হবে দুদলের খেলা।


২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর হয় ভয়াবহ জঙ্গি হামলা। এর পরই নির্বাসনে যায় পাকিস্তানের ক্রিকেট। এবার এক দশক পর ঘরের মাঠে ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত সরফরাজ বাহিনী। লংকা ম্যাচের আগে পুরো ফিট দল পাচ্ছেন নতুন কোচ মিসবাহ-উল- হক। এ ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা বিরাজ করছে দেশটির ক্রিকেটপ্রেমীদের মাঝে। সবাই জয় দিয়ে ঐতিহাসিক সিরিজ স্মরণীয় করে রাখতে চান।

শ্রীলংকাও ম্যাচ জিততে বেশ আত্মবিশ্বাসী। অবশ্য দলের ১০ সিনিয়র খেলোয়াড় নিরাপত্তাজনিত কারণে সফর বর্জন করায় কিছুটা ব্যাকফুটে লংকানরা। তবে শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে লাহিরু থিরিমান্নে বাহিনীকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ