Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৭ পিএম

টানা তিন জয়ে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। গত রাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে বৃষ্টি আইনে ১৩ রানে হারায় বাংলাদেশের মেয়েরা।

স্কটল্যান্ডের ডান্ডিতে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৪ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে নিগার সুলতানা ৩৫, মুরশিদা খাতুন ২৬ ও ফারজানা হক ২৩ রান করেন।

জয়ের জন্য ৮ ওভারে ৬৩ রানের লক্ষ্য পায় স্কটল্যান্ড। কিন্তু ৮ ওভারে ৬ উইকেটে ৪৯ রানের বেশি করতে পারেনি স্কটিশরা। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আগামীকাল প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সালমা খাতুনের দল। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রæপ রানার্স-আপ আয়ারল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ