নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়াল। অবশেষে শেষ হাসি হাসল নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছেন কিউইরা। এতে এক ম্যাচ হাতে রেখে ২-০তে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতলেন তারা। প্রথম ম্যাচে লংকানদের ৫ উইকেটে হারান সফরকারীরা।
মঙ্গলবার পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলংকা। সর্বোচ্চ ৩৯ রান করেন নিরোশান ডিকভেলা। অভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৩৭ রান। এ ছাড়া কুশল মেন্ডিস করেন ২৬ রান। নিউজিল্যান্ডের হয়ে সেথ র্যান্স নেন ৩ উইকেট। টিম সাউদি ও স্কট ক্রুগগিলেইন শিকার করেন ২ উইকেট। ইশ সোধি ঝুলিতে ভরেন ১ উইকেট।
টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে চাপ সামাল দেন কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্রুস। তাদের ব্যাটিং দৃঢ়তায় জয়ের দিকে এগোয় কিউইরা। দুজনে গড়েন ১০৯ রানের পার্টনারশিপ। ইতিমধ্যে দুজনই অর্ধশতক তুলে নেন।
দলীয় ১৪৭ রানে হঠাৎ করে আউট হন নিউজিল্যান্ড। সাজঘরে ফেরার আগে খেলেন ৫৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ব্রুসও। ব্যক্তিগত ৫৩ রান করে রানআউটে কাটা পড়েন তিনি। সেই রেশ না কাটতেই ফেরেন ড্যারিল মিচেল। ফলে ম্যাচ জমে ওঠে।
কিন্তু বিপদ বাড়তে দেননি মিচেল স্যান্টনার ও টিম সাউদি। ফলে ধীরে ধীরে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় নিউজিল্যান্ড। সাউদিকে নিয়ে শক্ত হাতে বাকি কাজটুকু সারেন স্যান্টনার। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে জয়ের বন্দরে (১৬৫) নোঙর করেন তারা। স্যান্টনার ১০ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকার হয়ে সফরকারীদের বুকে কাঁপন ধরান আকিলা ধনঞ্জয়া। তিনি শিকার করেন ৩ উইকেট। ইসুরু উদানা ও হাসারাঙ্গা ডি সিলভা নেন ১টি করে উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।