Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিনায়ক কোহলির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪০ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়েছে ভারত। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেন সফরকারীরা। এ নিয়ে স্বাগতিকদের ডেরায় টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজের পর দীর্ঘ পরিসরের সিরিজও বগলদাবা করলেন তারা।

এর সুবাদে দারুণ এক রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এখন তিনিই সর্বোচ্চ টেস্ট জয়ী ভারতীয় অধিনায়ক। তার নেতৃত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণে এখন পর্যন্ত ২৮টি জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

এর আগে রেকর্ডটি ছিল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির দখলে। তার অধিনায়কত্বে ২৭ টেস্টে জয় পেয়েছিল ভারত। জ্যামাইকা টেস্ট জিতে তাকে টপকে এখন ক্রিকেটের দীর্ঘতম পরিসরে দলটির সবচেয়ে সফল অধিনায়ক কোহলি।

এরও আগে রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলির। ২১ টেস্ট জয় ছিল তার। মহারাজের আগে মোহাম্মদ আজহারউদ্দিন ১৪টি জয় পেয়েছিলেন। কোহলি সবাইকেই ছাড়িয়ে গেলেন।

কিংস্টনে ৪৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১০ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। ফলে বিশাল ব্যবধানে জয় পায় ভারত।

এর আগে প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হন তারা। জবাবে ক্যারিবীয়রা গুটিয়ে যান ১১৭ রানে। পরে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন কোহলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ