Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টোকসের কথা রাখল স্পনসর, লিচকে আজীবন দেবে চশমা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১১:০৩ এএম

১৭ বলে মাত্র ১ রান। অ্যাশেজের তৃতীয় টেস্টে নির্ণায়ক ভূমিকা রেখেছে এটি। রানটা বড় কথা নয়; ১১তম ব্যাটসম্যান হিসেবে নেমে বেন স্টোকসকে সঙ্গ দিয়ে ইংল্যান্ডের জয়ের রাস্তা পরিষ্কার করেন জ্যাক লিচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারান ইংলিশরা। স্বাভাবিকভাবেই স্বদেশের মানুষের হৃদয় জিতেছেন তিনি।

সেই সূত্রে তাকে আজীবন বিনামূল্যে চশমা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাশেজের অফিশিয়াল স্পনসর স্পেসসেভার্স। তো নেপথ্যে কী?

হেডিংলে টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন লিচ। জয়ের জন্য তখন ইংল্যান্ডের দরকার ছিল ৭৬ রান। দলের চরম বিপর্যয়ে ১৭ বল খেলে ক্রিজের উল্টো পারে দাঁড়ানো স্টোকসকে যোগ্য সঙ্গ দেন তিনি। এতে ম্যাচ বের করে ফেলেন ইংলিশ অলরাউন্ডার।

সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে, লিচের এ লড়াকু ইনিংসের কোনো তুলনাই হয় না। তার অপরাজিত ১ রানই যেন শতরানের সমান। সতীর্থের এমন পারফরম্যান্সে অভিভূত হন এ টেস্টের নায়ক স্টোকস। ম্যাচশেষে স্পেসসেভার্সের কাছে লিচকে আজীবন বিনামূল্যে চশমা দেয়ার অনুরোধ করেন তিনি।

স্টোকসের কথা রেখেছে অ্যাশেজের অফিশিয়াল স্পনসর। টুইটে এ আবদার জানান তিনি। জবাবে স্পেসসেভার্স জানিয়েছে, লিচকে আজীবন বিনামূল্যে চশমা দিতে তারা প্রস্তুত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ