Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিডের অপেক্ষায় ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ৮:৪৩ পিএম

দুর্দান্ত বোলিং করলেন ইশান্ত শর্মা। আট ব্যাটসম্যান থিতু হয়েও তাই ইনিংস লম্বা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজের কেউই। অ্যান্টিগা টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ভারতও আছে লিড নেয়ার পথে।

আটে নামা রবীন্দ্র জাদেজার দারুণ ফিফটিতে প্রথম ইনিংসে ২৯৭ সংগ্রহ পায় ভারত। জবাবে ৮ উইকেটে ১৮৯ রানে দ্বিতীয় দিন শেষ করে উইন্ডিজ।

হাতের চার উইকেটে এদিন ৯৪ রান যোগ করে টিম ইন্ডিয়া। এর মধ্যে জাদেজার অবদান ৫৫। শেষ ব্যাটসম্যান হিসেবে জেসন হোল্ডারের শিকার হওয়ার আগে ১১২ বলে ৫৮ রান করেন জাদেজা। ৬৬ রানে ৪ উইকেট নেন কেমার রোচ, ৭১ রানে ৩টি নেন শ্যানন গ্যাব্রিয়েল, ৫৮ রানে দুটি নেন রস্টন চেইস।

জবাবে ৩৬ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবীয়রা। শুরুটা করেন মোহাম্মাদ শামি। টপ ও মিডলঅর্ডারে আঘাত হানেন ইশান্ত। পাঁচে নেমে সর্বোচ্চ ৪৮ রান করেন চেইস। আজ তৃতীয় দিন এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৭১ ওভারে ২১৮ রান। তখনও তারা পিছিয়ে ৭৯ রানে। মিগুয়েল কান্সিকে (৩৯ বলে ০*) নিয়ে লড়ছিলেন দলপতি হোল্ডার (৩৭*)। ৪৩ রানে ৫ উইকেট নেন ইশান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ