Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রোটিয়া টেস্ট অধিনায়ক ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৭:০০ পিএম

দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ভারতের বিপক্ষে স্বপদে বহাল থাকছেন। কিন্তু শীঘ্রই ওয়ানডে ক্রিকেটের জন্য নতুন আিধনায়ক ঘোষণা করতে যাচ্ছে ক্রিকেট দক্ষিন আফ্রিকা (সিএসএ)। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।
সিএসএর ভারপ্রাপ্ত ডিরেক্টর কোরি ভ্যান জল গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফাফ টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকবেন। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ মাথায় রেখে সাদা বলের জন্য বিকল্প ভাবনা আছে।’
তিনি আরও বলেন, ‘২০২৩ বিশ্বকাপের চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। আগামী বিশ্বকাপের আগে পরিকল্পনা দরকার। অধিনায়ক নির্বাচনের ব্যাপারে আমরা কাল (আজ) নির্বাচনী বৈঠকে সিদ্ধান্ত নেব।’
ডু প্লেসিস বলেন, ‘আমার বয়স ৩৫। আর সর্বোচ্চ ২ থেকে তিন বছর খেলবো। হয়তো তারও বেশি কিছু সময়। কাজেই বোর্ডের পরিকল্পনা করা প্রয়োজন।’ বিশ্বকাপ শেষ হওয়ার পরও মনে একটি কষ্ট আছে ডু প্লেসিসের, ‘বিশ্বকাপের বাজে পারফরমেন্সে জন্য এখনও খুব হতাশ। কিন্তু দলের হয়ে খেলতে পারাটা সবসময়ই আনন্দের।’
ভারতের বিপক্ষে চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখ ধর্মশালায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অক্টোবরের ২ তারিখ থেকে ভিশাখাপতনামে শুরু হবে টেস্ট সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ