Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন উচ্চতায় ব্রড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ৫:৫২ পিএম

বিশ্বের সপ্তম ও ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার স্টুয়ার্ট ব্রড। গতকাল অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে ক্যারিয়ারে ৪৫০তম উইকেট নেন ব্রড। ১২৮ম্যাচে ২৩৫তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ইংলিশদের হয়ে টেস্টে ৪৫০ উইকেট শিকার করা প্রথম বোলার জেমস অ্যান্ডারসন। বার্মিংহামে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট নিয়ে সাদা পোশাকে নিজের শিকার সংখ্যা ৪৪৯এ নিয়ে যান তিনি। আর তৃতীয় দিন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নারকে ব্যক্তিগত ৮ রানে আউট করে ক্যারিয়ারে ৪৫০তম উইকেট নেন ব্রড।

ব্রডের আগে এই মাইলফলক স্পর্শ করেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা, ভারতের অনিল কুম্বলে, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।

 

টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট নেয়া বোলাররা :

বোলার ম্যাচ ইনিংস উইকেট

মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ১৩৩ ২৩০ ৮০০

শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১৪৫ ২৭৩ ৭০৮

অনিল কুম্বলে (ভারত) ১৩২ ২৩৬ ৬১৯

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ১৪৯ ২৭৮ ৫৭৫

গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ১২৪ ২৪৩ ৫৬৩

কর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ১৩২ ২৪২ ৫১৯

স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ১২৮* ২৩৫* ৪৫০



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ