নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতরাতে ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। এ ম্যাচেই প্রতিপক্ষের প্রথম উইকেট শিকার ও জয়সূচক রান করে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার একটি কীর্তি স্পর্শ করেন ভারতের ডান-হাতি অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর।
লডারদিলে টস জিতে বোলিং বেছে নেয়া ভারত বল তুলে দেয় সুন্দরের হাতে। ইনিংসের দ্বিতীয় বলেই ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেলকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। পরে আরও একটি ওভার করলেও উইকেট নিতে পারেননি সুন্দর। ২ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন এই স্পিনার। এরপর দলের অন্য বোলারদের নৈপুণ্যে ৯ উইকেটে ৯৫ রানে আটকে যায় উইন্ডিজ।
জবাবে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সুন্দর। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের কিমো পলকে ছক্কা মেরে ভারতকে জয় এনে দেন সুন্দর। জাদেজা ১০ ও সুন্দর ৮ রানে অপরাজিত ছিলেন।
সুন্দরের মত একইভাবে ২০১৫ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই প্রতিপক্ষের উইকেট শিকার ও ব্যাট হাতে ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মাশরাফি। নিজের পঞ্চম বলেই জিম্বাবুয়ের ওপেনার সিকান্দার রাজাকে আউট করেন মাশরাফি। শেষ পর্যন্ত ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন তিনি। জিম্বাবুয়ে ১৩১ রানে অলআউট হয়।
জবাবে ১১৮ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর উইকেটে মাহমুদুুল্লাহ রিয়াদের সঙ্গী হন মাশরাফি। সপ্তম উইকেটে ১৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন মাহমুদুল্লাহ ও মাশরাফি। এরমধ্যে মাশরাফির অবদান ছিলো ২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে অপরাজিত ১৫ রান। ১৮তম ওভারের চতুর্থ বলে জিম্বাবুয়ের পেসার লুক জঙ্গিকে ছক্কা মেরে ম্যাচের ইতি টানেন মাশরাফি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।