Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এজবাস্টনে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:৩০ পিএম

এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৭৪ রানে অলআউট করার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে অজিরা। যার ফলে এখন পর্যন্ত লিড হয়েছে ৩৪ রানের। নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ২৮৪ রানে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে লড়াকু পুঁজি এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন অভিজ্ঞ স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ রানের লড়াকু ইনিংস খেলা এই তারকা ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে অপরাজিত আছেন ৪৬ রানে। অপর প্রান্তে আছেন ট্রেভিস হেড ২১ রান নিয়ে। ইংল্যান্ডের চেয়ে ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে ডেভিড ওয়ার্নার ও ২৭ রানে ক্যামেরন ব্যানক্রফট আউট হলে ব্যাকফুটে চলে যায় দলটি। তৃতীয় উইকেটে উসমান খাজা ও স্টিভ স্মিথ ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু দলীয় ৭৫ রানে ব্যক্তিগত ৪০ করে খাজা আউট হয়ে যান। এরপর দিনের বাকিটা সময় ট্রেভিস হেডকে নিয়ে পার করেছেন স্মিথ।

এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭৪ রানে। ওপেনার রোহি বার্নস ১৩৩ রান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ