নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়াডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ৪ রেটিং হারিয়েছে বাংলাদেশ। তবে র্যাংকিং-এ সপ্তম স্থানেই আছে টাইগাররা।
৯০ রেটিং নিয়ে সপ্তমস্থানে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। বর্তমানে তাদের রেটিং ৮৬। সিরিজের ফল উল্টো হলে ৩ রেটিং বাড়তো বাংলাদেশের। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং বা র্যাংকিং-এ কোন পরিবর্তন হতো না।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাতে র্যাংকিং-এ কোন উন্নতি হয়নি শ্রীলঙ্কার। তবে ৩ রেটিং বেড়েছে তাদের। এখন তাদের রেটিং ৮২। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা ৭৯ রেটিং নিয়ে অষ্টমস্থানে ছিলো।
সিরিজ শেষে বাংলাদেশের নিচেই আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার রেটিং ব্যবধান এখন ৪।
আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ১২৫ রেটিং নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে ভারত (১২২) ও নিউজিল্যান্ড (১১২)।
আইসিসি ওয়ানডে র্যাংকিং :
র্যাংকিং দেশ রেটিং
১ ইংল্যান্ড ১২৫
২ ভারত ১২২
৩ নিউজিল্যান্ড ১১২
৪ অস্ট্রেলিয়া ১১১
৫ দ. আফ্রিকা ১১০
৬ পাকিস্তান ৯৭
৭ বাংলাদেশ ৮৬
৮ শ্রীলঙ্কা ৮২
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
১০ আফগানিস্তান ৫৯
১১ আয়ারল্যান্ড ৫১
১২ জিম্বাবুয়ে ৪৪
১৩ নেদারল্যান্ডস ৩৭
১৪ স্কটল্যান্ড ৩৬
১৫ নেপাল ১৯
১৬ সংযুক্ত আরব আমিরাত ১০
১৭ পাপুয়া নিউগিনি ৬
সিরিজের শীর্ষ পাঁচ
বোলার ইনিংস উইকেট সেরা গড়
শফিউল ইসলাম (বাংলাদেশ) ৩ ৬ ৩/৬২ ২৬.৫০
নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা) ২ ৫ ৩/৫১ ২০.৮০
সৌম্য সরকার (বাংলাদেশ) ৩ ৪ ৩/৫৬ ২২.২৫
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ২ ৪ ২/৫০ ৩১.২৫
দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ১ ৩ ২/২৭ ৯.০০
ব্যাটসম্যান ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) ৩ ১৮৭ ৮৭ ৯৩.৯৬ ০/২
কুশল পেরেরা (শ্রীলঙ্কা) ৩ ১৮৩ ১১১ ৬১.০০ ১/০
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৩ ১৭৫ ৯৮* ৮৭.৫০ ০/২
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ৩ ১৩৮ ৫৪ ৬৯.০০ ০/১
দিমুথ করুনারতেœ (শ্রীলঙ্কা) ৩ ৯৭ ৪৬ ৩২.৩৩ ০/০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।