Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ ভারতীয় তরুণ তারকা পৃথ্বী শ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৪:০৩ পিএম

ডোপিংয়ের দায়ে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারতের ভবিষ্যৎ শচীন টেন্ডুলকার খ্যাত তরুণ ওপেনার পৃথ্বী শ। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) গতকাল এই নিষিদ্ধাদেশ দেয় পৃথ্বীকে। ফলে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারবেন।

২০১৮ সালের অক্টোবরে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় পৃথ্বীর। ওপেনার হিসেবে খেলতে নেমে বিশ্বকে চমকে ১৯টি চারে ১৫৪ বলে ১৩৪ রান করেন ১৯ বছর বয়সী। সিরিজে পরের টেস্টের দুই ইনিংসে করেন ৭০ ও অপরাজিত ৩৩ রান। এমন ব্যাটিং নৈপুণ্যের পর ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে ভারতের ভবিষ্যৎ টেন্ডুলকার বলে অভিহিত করেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ হয় পৃথ্বীর। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। আশা ছিলো ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারো দলে ফিরবেন। কিন্তু কোমরের ইনজুরির কারণে দলে সুযোগ পাননি। এরই মধ্যে ডোপ টেস্টে ধরা পড়েন এই ডান-হাতি ব্যাটসম্যান।
বিসিসিআই জানায়, ‘পৃথ্বী অসাবধানবশত নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন, সাধারনত যা কফ সিরাপে পাওয়া যায়। তার মুত্রে নমুনাতে ‘টারবিউটালিন’ পাওয়া যায়। বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং নিয়মের ২.১ ধারা ভঙ্গ করায় নিষিদ্ধ করা হয়েছে পৃথ্বীকে।’

অনিচ্ছাকৃত এই ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়েছেন পৃথ্বী, ‘আমি আজ জানতে পেরেছি, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ক্রিকেট খেলতে পারবো না। গত ফেব্রুয়ারিতে সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্ট খেলার সময় সিরাপ ব্যবহার করেছি। সেখান থেকেই ডোপ টেস্টে পজিটিভ হয়। দ্রুত সুস্থতার জন্য আমি এটি নিয়েছিলাম এবং আশা করি এই ঘটনা অন্যান্যদের সচেতন করবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ