Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিপক্ষে টাইগার যুবাদের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:৫৩ পিএম

ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে ভারতের যুবাদের বিপক্ষে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে এদিন দুর্দান্ত ছিলেন আকবর আলী। ৩৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন টাইগার যুবা অধিনায়ক আকবর আলী। এই জয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এলো বাংলাদেশ। এর আগের ম্যাচে ইংলিশ যুবাদের বিপক্ষেও জয় পেয়েছিল টাইগার যুবারা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৩৬ ওভারের নিয়ে আসা হয়। তাতে ৫ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ভারতের যুবারা।

ভারতের ওপেনার কামরান ইকবাল ৪৪ রানের ইনিংস খেলেন। এছাড়াও প্রাগনেশ কানপিলভার ৫৩ বলে ৬৯ রান ও ভারত অধিনায়ক ধ্রুব জুভেল ৭০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে টাইগার যুবারা। দলীয় ১১ রানে সুশান্ত মিশ্রার বলে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান। পরে ম্যাচে ফের বৃষ্টির হানা। তাতে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ৩২ ওভারে ২১৮ রান। অপর প্রান্তে থাকা পারভেজ হোসেন ইমন তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪৫ বলে ৫১ রান করার পর রবি বিশ্নইের বলে ফিরে যান তিনি। স্কোরবোর্ডে ১১৭/৩, এর সঙ্গে আরো ৩ রান যোগ করতে দুই উইকেট হারায় টাইগাররা। তৌহিদ হৃদয় (৩০) ও শাহাদাত হোসেন আউট হলে দল চাপে পরে।

ম্যাচের এক পর্যায় ৩৬ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫১ রান, হাতে ছিল ৪ উইকেট। এমন অবস্থায় দলকে জয়ের বন্দয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করতে থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আকবর আলি। ১৬ রান করে মৃতু্যুঞ্জয় বিদায় নিলেও আকবর উইকেটে টিকে থেকে একাই লড়তে থাকেন। শেষ ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ৪৩ রানে ব্যাট করছিলেন আকবর। এমন অবস্থায় স্নায়ুচাপ ধরে রেখে দারুণ ব্যাটিং করে তিন বল বাকি থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান আকবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ