Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভরাডুবির নেপথ্যে দুর্বল ফিল্ডিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৬:১৯ পিএম

লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সফরকারি দলের ভরাডুরির নেপথ্যে দুর্বল ফিল্ডিংকেই দ্বায়ী করলেন টাইগার দলপতি তামিম ইকবাল।
বাংলাদেশ দলের বাজে ফিল্ডিংয়ের বিষয়টি নিয়ে কোন লুকোচুরি করলেন না তামিম। সরাসরি জানিয়ে দিয়েছেন, দলের ফিল্ডিং নিয়ে তারা চিন্তিত। কিন্তু তিনি দাবি করেছেন, বাংলাদেশ দল যেমন ফিল্ডিং করেছে, তার চাইতে অনেক ভালো দলটি। দলের ফিল্ডারদের ভালো বলেও আক্যা দিয়েছেন এই ওপেনার।
দক্ষতার ব্যাপারে কোন সন্দেহ নেই এই সেনানীর। দলের সেরা ফিল্ডাররাই বাজে ফিল্ডিং করেছে বলে মত তার, ‘সত্যি কথা হচ্ছে, আমরা যতটা বাজে ফিল্ডিং করছি, ততটা বাজে ফিল্ডিং দল আমরা না। যেটা সবচেয়ে হতাশার, ফিল্ডিংয়ে যে ভুল হচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো ফিল্ডাররাই করছে।’


বিশ্বকাপ আসর থেকেই দলের এই বাজে ফিল্ডিং দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। দলের এমন ধারাবাহিক বাজে পারফরমেন্সের পরও অধিনায়ক জানালেন, ‘আমরা আসলে যা করছি, এর চেয়ে অনেক ভালো ফিল্ডিং সাইড। আগে আমরা ভালো ফিল্ডিং করেছি, আমাদের অনেক ভালো ফিল্ডার আছে।’
সিরিজের প্রথম ম্যাচেও পড়ল এর ছাপ। বেশ কিছু বাউন্ডারি হয়েছে যেখানে ফিল্ডার একটু সচেতন হলেই এড়ানো যেত। মাহমুদউল্লাহ হাতে নিয়েও ক্যাচ ফেলেছেন। অনেক সময় লঙ্কান ব্যাটসম্যানরা এক রানের বদলে দুই রান নিয়েছেন ফিল্ডারদের ক্ষিপ্রতার অভাবে। সিরিজে ফিরতে চাইলে তাই খুব দ্রুত উন্নতি করার সত্যটা স্বীকার করে নিলেন তামিম, ‘আজ (শুক্রবার) অন্তত ১০/১৫ রান দিয়েছি বাজে ফিল্ডিংয়ে। খেলা শেষে এ ১০/১৫ রান খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এ জায়গায় খুব দ্রুত উন্নতি করতে হবে।’


অনেক সময় ব্যাটিং কিংবা বোলিংয়ে ফর্মহীন সময় পার করেন ক্রিকেটাররা। কিন্তু ফিল্ডিংয়ের ব্যাপারে কোন ফর্মে বিষয় নেই। চাই লেই ফিল্ডিংয়ে মনযোগ দিয়ে তাতে ভালো করা যায় বলে মনে করেন তামিম, ‘ব্যাটিং-বোলিংয়ে অনেক সময় অনেক কিছু হাতে থাকে না। ব্যাটিংয়ে খুব ভালো বল আসতে পারে, ভালো বলে চার হতে পারে। কিন্তু ফিল্ডিংয়ে চাইলেই ভালো করা যায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ