Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সাবেকদের শুভকামনায় সিক্ত মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৫:৫৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ার। বিদায়টা রাজসিকভাবেই হয়েছে ইয়োর্কার মাস্টারের। বল হাতে তার দুর্দান্ত নৈপুণ্যেই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানের বড় ব্যবধানে জিতেছে লঙ্কানরা। পুরো ক্যারিয়ারের মত বৈচিত্রময় এই পেসারের বিদায়টাও হয়েছে রঙিন। তার বিদায়ে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। নতুন জীবনে তাকে শুভকামনা জানিয়েছেন একসময়ের সতীর্থ, বন্ধু ও সাবেক ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও মালিঙ্গার এক সময়ের সতীর্থ কুমার সাঙ্গাকারার টুইট, ‘পেস বোলারদের অন্যতম লিজেন্ড মালিঙ্গা। দলের কঠিন সময়ে জ্বলে উঠেছো তুমি। তোমার কারণে অনেক ম্যাচেই দল জিতেছে। প্রত্যক ম্যাচেই ভালো পারফরমেন্স করার সর্বাত্মক চেষ্টা করেছে। নতুন জীবনের জন্য শুভ কামনা রইল।’
শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন টুইট করেছেন, ‘যখন দলের ক্রান্তিকাল চলছিলো, তোমার পারফরমেন্স দলকে উজ্জীবিত রেখেছিলো। দলকে সাফল্য এনে দিতে সবসময়ই মুখিয়ে ছিলে। দল ও ওয়ানডে ক্রিকেট তোমাকে অনেক বেশি মিস করবে। তোমার পরবর্তী পথচলা সুখকর হোক।’

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলে খেলেছেন মালিঙ্গা। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের ভেরিফাইড পেইজে টুইট করেছে, ‘শ্রীলঙ্কার সেরা ডান-হাতি পেস বোলার ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন। দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য মালিঙ্গা তোমাকে ধন্যবাদ।’

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার অধীনে অনেকগুলো আসর খেলা হয়েছে মালিঙ্গার। তাই দলের সেরা অস্ত্রকে নিয়ে টুইট করতে ভোলেননি শর্মা, ‘আমাদের যদি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সেরা ম্যাচ উইনার বাছাই করতে বলা হয়, তবে আমি নিশ্চিতভাবে প্রথমেই বেছে নেবো মালিঙ্গাকে। ম্যাচে অনেক দুঃশ্চিন্তার নময়ও অধিনায়ক হিসেবে আমাকে স্বস্তি দিয়েছেন তিনি। তার উপর যেকোন সময় ভরসা করা যেত। তোমার জন্য শুভ কামনা রইল।’

মুম্বাই ইন্ডিয়ান্সে মালিঙ্গার সাথে এক আসরে খেলার সুযোগ হয়েছিলো বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তখন মালিঙ্গার কাছে বোলিং-এর অনেক টিপসও পেয়েছিলেন ফিজ। তাই মালিঙ্গার বিদায়ে টুইট করতে ভুল করেননি মুস্তাফিজ, ‘তোমার সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হয়েছে। এটি সৌভাগ্যের ব্যাপার। আমি জানি তুমি কতটা ভালো পরিকল্পনাকর, প্রেরণাদায়ক ও ভালো একজন মানুষ। নিঃসন্দেহে তুমি একজন মহান ক্রিকেটার। ক্যারিয়ার জুড়ে যেভাবে লড়াই করেছো, তা সবাইকে অনুপ্রেরণা যোগাবে। একদিনের ক্রিকেট তোমাকে মিস করবে। সবসময় মনের স্মৃতিতেই থাকবে। বিদায় কিংবদন্তি। ধন্যবাদ মালিঙ্গা।’

মালিঙ্গাকে শুভ কামনা জানিয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ও মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় শচীন টেন্ডুলকার, ‘দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য তোমাকে জানাই শুভ কামনা।’ এছাড়া অগনিত ভক্ত ও সমর্থকদের বিদায়ী সম্ভাষণ পেয়েছেন শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এই বোলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ