Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতৃত্বের পরিবর্তন চান শোয়েব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৩:৪৪ পিএম

গেল বিশ্বকাপে সমর্থকদের আশা পূরণে ব্যর্থ হয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট নিয়েও শেষ চারে যেতে পারেনি দলটি। তাতেই এখন নেতৃত্ব পরিবর্তনের কথা বলছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আকতার।
পাকিস্তানের ভরাডুবির জন্য অনেকটা সরফরাজ আহমেদকেই দায়ী করছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তার অধিনায়ত্বকের বদলে জরুরি ভিত্তিতে রদবদলের প্রয়োজনীয়তা অনুভব করছেন সাবেক এই তারকা। নিজের ইউটিউবে চ্যানেলে শোয়েব বলেন, ‘সরফরাজকে এখন শুধুমাত্র তার ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতার জন্য ভাবা উচিত। এ দলের অধিনায়ক হিসেবে তাকে রেখে দেয়ার কোনো মানে নেই। কোনো ফরম্যাটেই সরফরাজ অধিনায়ক থাকা উচিৎ নয়।’
সরফরাজের কোন ফরম্যাটেই অধিনায়ক থাকা উচিত নয়। কিন্তু তাহলে কাকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে আনা দরকার, সে প্রসঙ্গেও নিজের মত দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। পাকিস্তান ক্রিকেটে দীর্ঘদিন সরফরাজ অধিনায়ক থাকলেও এখন হারিস সোহেল ও বাবর আজমই তার পছন্দ, ‘সরফরাজের জায়গায় হারিস সোহেলকে অধিনায়ক করা উচিৎ। সে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে। আর টেস্টের জন্য বাবর আজমকে দেয়া যায়। সে অনেক রান করেছে। আমার শুভকামনা তার জন্য।’
বিশ্বকাপের পর বিভিন্ বিষয়েই নিজের মত প্রকাশ করেছেন শোয়েব। ক’দিন আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নাম উল্লেখ না করে তাদের ক্রিকেটীয় জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখন আবার অধিনায়ক প্রসঙ্গেও মন্তব্য করলেন তিনি। যদিও এখন পর্যন্ত সরফরাজের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ