Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেকদের নিয়ে বোমা ফাটালেন শোয়েব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৩:৫৯ পিএম

বিশ্বকাপে পাকিস্তান দলকে কাঙ্খিত সাফল্য এনে দিতে না পারায় মিকি আর্থারের সঙ্গে চুক্তি নবায়ন করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে। এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমেছে পিসিবি। দেশটির ক্রিকেটের কোচ হওয়ার আগ্রহী প্রার্থীদের তালিকায় আছেন বেশকিছু সাবেক পাকিস্তানি তারকাও। এবার তাদের নিয়েই বোমা ফাটালেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আকতার।
কোচ হওয়ার জন্য আগ্রহী পাকিস্তানি সাবেক তারকাদের নাম জানা না গেলেও খেলোয়াড়ি জীবনে অর্জণ করেছিলেন খ্যাতি। আর তাদের ব্যাপারেই নিজের ইউটিউব চ্যানেলে বেঁফাস মন্তব্য করলেন এই গতিতারকা, ‘সত্যি বলতে আমি যেসব সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছি তাদের তাদের ক্রিকেট জ্ঞান কম। তারা হয়তোবা খেলোয়াড়ি জীবনে ভালো ব্যাটসম্যান অথবা ভালো বোলার ছিলেন। কিন্তু আধুনিক ক্রিকেট সম্পর্কে তারা অজ্ঞ।’
এতটুকু বলেই থেমে যাননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তার পরের মন্তব্যটা একদম হিরোশিমা ও নাগাসাকিতে পারমানবিক হামলার মতোই, ‘আমি চারজন সিনিয়র তারকা ক্রিকেটারকে প্রশ্ন করেছিলাম তৃতীয় পাওয়ার প্লেতে কতজন খেলোয়াড় বৃত্তের বাইরে থাকবে? তারা সেটা জানে না। ওরাই নাকি তারকাখ্যাতি দিয়ে পাকিস্তানের কোচ হতে চায়!’
এমন মন্তব্যের পর স্বাভাবিভাবেই প্রশ্ন উঠে, তাহলে কি শোয়েব নিজেই কোচ হতে চান? এ প্রসঙ্গে সাবেক গতিতারকা বলেন, ‘না, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আমি কেবল এটা বুঝাতে চাচ্ছি যে, পাকিস্তানের এমন একজন কোচ দরকার যার আধুনিক ক্রিকেট জ্ঞান রয়েছে। পিসিবির উচিৎ ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেয়া। তা না হলে তাদের কর্মফল দুঃখ বয়ে আনবে।’
দেশের তৃণমূল ক্রিকেটের উন্নয়ণের জন্য এই পদে কে হতে পারেন যোগ্য ব্যাক্তি? সেই সমাধানও দিলেন শোয়েব, ‘আমাদের মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, ইউনুস খানের মতো আধুনিক ক্রিকেট জ্ঞান সমৃদ্ধ খেলোয়াড় আছে। পিসিবির উচিৎ তাদেরকে তৃণমূলে কোচিংয়ের সুযোগ করে দেয়া।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ