নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তাইজুল ইসলামের বাঁ-হাতি স্পিনে ভারতে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে বড় লিড পেয়েছে বিসিবি একাদশ।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিসিসি একাদশের সংগ্রহ ১ উইকেটে ৪২। ব্যাট করছেন সাইফ হাসান (১৫) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক (১)। হাতে ৯ উইকেট নিয়ে বিসিবি একাদশ ১৮৯ রানে এগিয়ে। প্রথম ইনিংসে ৯৬ রান করা জহুরুল ইসলাম ফিরেছেন ২৫ রান করে।
গোল্ডেন ওভালে ১ উইকেটে ১১৪ রান নিয়ে দিন শুরু করা বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৩৫৩ রানে গুটিয়ে যায়। ৮৯ রানে ৮ উইকেট নেন তাইজুল। তাসকিন আহমেদ ও আরিফুল হক নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ : ৫০০/৭ ডিক্লে. ও ১৯ ওভারে ৪২/১ (জহুরুল ২৫, সাইফ ১৫*, মুমিনুল ১*; আদিত্য ৪-০-৯-০, রাজনীশ ৬-১-২১-০, সৌরভ ৬-৩-১০-১, দর্শন ৩-২-২-০)।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ১ম ইনিংস : (আগের দিন শেষে ১১৪/১) ৯৪.৪ ওভারে ৩৫৩ (অক্ষয় ৬২, দেশপান্ডে ৯১, তাইড়ে ৪৫, গনেশ ২৯, যশ ২৯, ওয়াড়কার ২৯, আদিত্য ৪, দর্শন ৩৪, রাজনীশ ৪, সৌরভ ০; তাসকিন ২০-৩-৭৮-১, ইবাদত ১২-২-৪৮-০, নাঈম ২৩-৩-৯৯-০, আরিফুল ১২-৩-৩৬-১, তাইজুল ২৭.৪-৫-৮৯-৮)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।