নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এবার বাংলাদেশের হয়ে ব্যাট করছেন ১৪ জন ব্যাটসম্যান। তারা ৯ ম্যাচের মধ্যে ৮টিতে রান করেছেন মোট ২১৪৫। এর মধ্যে ছিল ৩টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি। শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া আট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ২১০টি চার ও ২১টি ছক্কার মার মেরেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রানের ৪৫.৩৬ শতাংশ এসেছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এই দু’জন ছাড়া টাইগারদের আর কেউ শতকের দেখা পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তা পাননি লিটন দাস। ওই ম্যাচে সাকিব হার না মানা শতকের (১২৪*) দেখা পেলেও লিটন ৯৪ রানে অপরাজিত ছিলেন। এর আগেই নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাকিব এবারের বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটি (১২১ রান) করেন। এর পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আরেক শতরান আসে মুশফিকুরের ব্যাট থেকে। এই ম্যাচে তিনি ১০২ রানে অপরাজিত ছিলেন। বিশ্বকাপে এবার বাংলাদেশের ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাতটিই খেলেছেন সাকিব। বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল একশ’র ওপরে। আরো পাঁচ জনের স্ট্রাইক রেট ছিল ৯০ থেকে ৯৮। দুজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল আশির ঘরে। স্ট্রাইক রেটের দিক দিয়ে তামিম ইকবালের (৭১.৬৪) নিচে কেবল একজনই ছিলেন। তিনি হলেন মুস্তাফিজুর রহমান (১৪.২৮)।
রান তোলার ক্ষেত্রে সাকিব বিশ্বকাপের সব ব্যাটসম্যানের মধ্যেই শীর্ষে। ১১ নম্বরে মুশফিক। ত্রিশে তামিম। তেত্রিশে মাহমুদউল্লাহ। ৪৩-এ লিটন দাস। আর ৪৭-এ সৌম্য সরকার।
অন্যদিকে বল হাতে এবার বিশ্বকাপে বাংলাদেশের আট বোলারকে দেখা গেছে। আট ম্যাচে তারা মোট ৫৯টি উইকেট শিকার করেছেন। ইনিংসে ৫ উইকেট এসেছে তিনবার। দু’বার নিয়েছেন মুস্তাফিজ ও আরেকবার সাকিব। এর মধ্যে মুস্তাফিজ ২০ উইকেট নিয়ে দলের সেরা ছাড়াও এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার। উইকেট শিকারে এগারোতম স্থানে আছেন সাইফউদ্দিন, সাকিব আছেন আঠারোতম স্থানে। ৪১ নম্বরে আছেন মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে ত্রিশের নিচে গড় (এক উইকেট নিতে কত রান খরচ) কেবল মুস্তাফিজুর রহমানেরই (২৪.২০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।