Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেন্ডুলকার-লারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ৬:৪১ পিএম

সর্বকালের অন্যতম সেরা দুই কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ২০ হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিশ্বকাপে আজ ম্যানচেষ্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন ভারতীয় অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে টেস্ট-ওয়ানডে-টি-২০ মিলিয়ে ৩৭৫ ম্যাচে ৪১৬ ইনিংসে ১৯৯৬৩ রান ছিল কোহলির। ২০ হাজার রান স্পর্শ করতে দরকার ছিলো ৩৭ রান। ক্যারিবীয়দের বিপক্ষে ৭২ রানের ইনিংসের পথে এই মাইলফলকে পা রাখেন কোহলি। এজন্য তার লেগেছে ৪১৭ ইনিংস। যেখানে টেন্ডুলকার ও লারার লেগেছিল সমান ৪৫৩ ইনিংস করে। এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৪৬৮ ইনিংসে ২০ হাজার রান করেছিলেন বিশ্বকাপজয়ী সাবেক অজি অধিনায়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ