Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশাবাদী প্রতিক্রিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ২:০৮ পিএম

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৩তম ম্যাচে আজ সোমবার বিকেলে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫ম ম্যাচে টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনও বেশ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আবার গত এক বছরে ৯ ম্যাচের ৭টিই জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে কঠিন সমীকরণের সমানে বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, প্রথম ও শেষ কথা হলো জয় প্রয়োজন। ম্যাচটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আশাবাদী প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। পছন্দের খেলোয়াড়দের পাশাপাশি দলও ভালো পারফরমেন্স করে জয় ছিনিয়ে আনবে এমনটাই প্রত্যাশা তাদের।

বাংলাদেশ দলে ছবি শেয়ার করে জুবায়ের হোসাইন তার ফেইসবুকে লিখেছেন, ‘বিশ্বকাপের আজকের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট উন্ডিজ। বিশ্বকাপের শেষ চারে যেতে হলে বাংলাদেশকে আজকে জিততে হবে, না হয় এতো দিনের সব সপ্ন শেষ হয়ে যাবে। আশা করি আজকে আমরাই জিতবো। শুভ কামনা টিম টাইগার্স। খেলবে টাইগার্স, জিতবে টাইগার্স।’

‘সর্বশেষ সাত ম্যাচে পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরি হাকানো বাংলার বিশ্বসেরা অলরাউন্ডার সুপার সাকিবই হতে পারে উইন্ডিজ বধে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার তুরুপের তাস! শুভ কামনা।’- লিখেছেন কাজী ওয়াহিদ বশির।

এমডি মাহবুবুর রহমান লিখেন, ‘আজ হবে হাই-ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ বনাম উইন্ডিজ। কি ভুল বলছি? না মোটেও ভূলনা! বরাবরি বাংলাদেশ এবং উইন্ডিজ ম্যাচ বড় বাঙ্গালীদের কাছে। আর বিশেষ করে বিশ্বকাপ ম্যাচ সবগুলোই বড়, সেটা যে কোনো দলের হোক না কেন। প্রায় এক সাপ্তাহ পরে মাঠে নামছে প্রাণের দেশ বাংলাদেশ। একাদশে থাকতে পারে প্রাণ প্রিয় লিটন কুমার দাস। শুভ কামনা লিটন দাদা, বড় রান করে নিজেকে প্রমাণ দিবে আশা করি। বরাবরি লিটন কুমার দাস বড় ম্যাচে ভালো খেলে। এবারও খেলবে। এখনই সময় নিজেকে প্রমাণ করার। দাদা, তুমি এগিয়ে যাও। কোটি ভক্ত তোমার পাশে।’

‘আজকের ম্যাচ শুরু মজবুত করবে তামিম, মাঝখানে মেরামত করবে শাকিব ও মুশফিক, ম্যাচ জিতাবে মাশরাফি ও মুস্তাফিজ। শুভ কামনা প্রিয় দলের জন্য...’-লিখেছেন আবু রায়হান।

ভিন্ন মত প্রকাশ করছেন মোহাম্মদ সুজন ব্যাপারী। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স বিবেচনা করলে ওয়েস্টইন্ডিজ জিতবে। আমি চাই বাংলাদেশ জিতুক। শুভ কামনা রইলো।’

‘ইনশাআল্লাহ, আজকের ম্যাচেও বৃষ্টি জিতবে।’- লিখেছেন মাহমুদুল হাসান খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ