Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরের ম্যাচের দিকে চোখ রোডসের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৫:৪৩ পিএম

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। এতে হতাশ পুরো বাংলাদেশ। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হতাশা ঝরেছে টাইগার কোচ স্টিভ রোডসের কন্ঠেও। এই হতাশার মাঝেও টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সাফল্য পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রোডস।
রোডস বলেন, ‘খুবই হতাশার দিন। এই ধরনের ম্যাচ থেকে দু’টি পয়েন্ট আমাদের টার্গেট ছিল। শ্রীলঙ্কা লড়াই করতো এবং তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কিন্তু এ ম্যাচ থেকে একটি পয়েন্ট হারাতে হলো এবং যা খুবই হতাশার। আবহাওয়া নিয়ে কিছুই করার নেই। আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
হতাশ হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পেতে মরিয়া রোডস, ‘আমরা এখন যা করতে পারি, সামনের ম্যাচগুলোকে টার্গেট করা। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা জয়ের চেষ্টা করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৭ জুন। তাই ঐ ম্যাচের আগে পাঁচদিন সময় পাচ্ছে বাংলাদেশ দল। তাই এই সময়ের মধ্যে ইনজুরিতে সাকিব আল হাসান সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদি রোডস, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আগে কয়েকটা দিন বিরতি আছে বাংলাদেশের। বিশ্রাম নেয়ার সুযোগ আছে। আমার মনে হয়, এই সময়ের মধ্যেই সাকিব সুস্থ হয়ে উঠবেন এবং টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ