Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় দলে ধাওয়ানের পরিবর্তে পন্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৫:৪০ পিএম

আঙ্গুলের ইনজুরিতে পড়ায় কার্যতঃ বিশ্বকাপ শেষ হয়ে গেছে ভারতীয় ওপেনার শিখর ধাওয়নের। তার পরিবর্তে বিরাট কোহলির দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ২১ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। এখন পর্যন্ত অবশ্য ভারতের ১৫ সদস্যের দল অপরিবর্তিতই দেখাচ্ছে।
বোর্ড সূত্রে খবর, বাঁ-হাতি এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধাওয়ানের ব্যাক-আপ হিসেবে ডেকে নেওয়া হয়েছে। বুধবার বিকেল অথবা বৃহস্পতিবার সকালেই তিনি ইংল্যান্ড পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নাথান কুল্টার নাইলের বলে হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া শিখরকে দলের মেডিকেল টিমের নজরে রাখা হচ্ছে। গতকাল বলা হয় শিখরকে তিন সপ্তাহ টিমের বাইরে থাকতে হবে। মেডিকেল টিম যদি দেখতে পায় আশানুরূপ ভাবে শিখরের অবস্থার কোনও উন্নতি হচ্ছে না তখন বিসিসিআই আইসিসিকে পরিবর্তনের জন্য অনুরোধ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ