Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে : মোসাদ্দেক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ৫:১০ পিএম

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশকে প্রথমবারের মত কোন টুর্নামেন্টের শিরোপা এনে দিতে মহাগুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাত নম্বর ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। ২৪ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। গড়েনে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এছাড়া ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ রানও দলের জয়ের পেছনে বড় অবদান রাখে।
এই জয় আসন্ন বিশ্বকাপে কাজে দিবে বলে মনে করেন ফাইনালের সেরা মোসাদ্দেক, ‘অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে আমরা বিশ্বকাপে খেলতে যাব এবং আশা করি, বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করতে এই আত্মবিশ্বাস কাজে দেবে।’
লিগ পর্বে চার ম্যাচের তিনটিতেই (একটি ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত) হেসেখেলে জয় পায় বাংলাদেশ। তবে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় চ্যালেঞ্জের সামনে পড়ে গিয়েছিলো টাইগাররা। বৃষ্টির কারনে ২৪ ওভারে নির্ধারিত ম্যাচে টার্গেট পায় ২১০ রান।
জবাবে নিজেদের ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন ওপেনার সৌম্য সরকার। ৪১ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করে ফিরেন তিনি। তারপরও ম্যাচ জয়ের পথ খুজছিলো টাইগাররা। তবে শেষদিকে, মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি তুলে মহাকাব্যিক এক ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ এনে দেন মোসাদ্দেকই। ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন তিনি। ফলে ৭ বল বাকী রেখে ২১৩ রান তুলে ফাইনাল ম্যাচ জিতে নেয় টাইগাররা।
আয়ারল্যান্ডের মত ইংল্যান্ডের বিশ্বকাপেও নিচের দিকে ব্যাটিং করে দলকে জেতানোর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন মোসাদ্দেক। ইংল্যান্ডের উইকেট আরও ভালো হবে এমন প্রত্যাশায় মোসাদ্দেক বলেন, ‘ইংল্যান্ডে উইকেট এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য আরও ভালো হবে। যদি আমি নিচের দিকে খেলার সুযোগ পাই এবং এমন ইনিংস খেলতে পারি তবে দলের কাজে দেবে।’
ফাইনাল ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশী মোসাদ্দেক। তার চিন্তায় কাজ করছে, এই সিরিজ দিয়ে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত হতে পারলো বাংলাদেশ!! তিনি বলেন, ‘অবশ্যই দারুন পারফরমেন্স করেছি এবং ফাইনালে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ হলো, বিশ্বকাপের জন্য আমরা কত ভালোভাবে প্রস্তুতি সাড়তে পারলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ