Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউই ব্যাটিং কোচ হচ্ছেন ফুলটন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৫:২৪ পিএম

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন দেশটির সাবেক ব্যাটসম্যান পিটার ফুলটন।
কিউইদের হয়ে তিন ফর্মেটে ৮৪ ম্যাচ খেলা ফুলটন বিশ্বকাপ শেষ জুলাই মাসে সাবেক সতীর্থ ক্রেইগ ম্যাকমিলানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে ২০১৪ সালে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ৪০ বছর বয়সী ফুলটন বলেন, ‘নিউজিল্যান্ডের অনেকের মতই সাম্প্রতিক বছরগুলোতে আমি দলের পারফরমেন্স প্রত্যক্ষ করেছি। সুতরাং কোচিং স্টাফে ডাক পাওয়াটা আমার জন্য বিশেষ কছিু।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমাদের দেশে সত্যিকারের কিছু মেধাবী ব্যাটসম্যান আছে এবং কিভাবে তাদের উন্নতির ধারা অব্যাহত রাখতে তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’
২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেয়ার পর নিউজিল্যান্ড ‘এ’ দলের কোচের দায়িত্ব পালন করেন ফুলটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ