নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী ম্যাচ রেফারি হতে যাচ্ছেন জি এস লক্ষী। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার ইন্টারন্যাশনার ম্যাচ রেফারি প্যানেলে লক্ষীর নাম ঘোষনা করে। পুরুষ ক্রিকেটে প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এ ভারতীয়।
মহিলাদের তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ পরিচালনাকারী ৫১ বছর বয়সী লক্ষী ২০০৮-০৯ মৌসুমে মেয়েদের ঘরোয়া ক্রিকেটে প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। পুরুষদের ওয়ানডে ক্রিকেটে গত মাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ক্লাবে পোলোসাকের পর পরই এ দায়িত্ব পেলেন তিনি।
আইসিসির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে লক্ষী বলেন, ‘আইসিসি কর্তৃক ইন্টারন্যাশনাল প্যানেলে নির্বাচিত হওয়াটা আমার জন্য অনেক বড় সম্মানের এবং এর মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হলো।’ তিনি আরো বলেন, ‘ভারতে একজন ক্রিকেটার ও ম্যাচ রেফারি হিসেবে আমার দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। আশা করছি একজন খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তা উভয় ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে ভাল করতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।